• NEWS PORTAL

  • বুধবার, ২১ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বজ্রাঘাতে প্রাণ গেলো ৩ কৃষকের, রক্ষা পেলো না ৩ গরুও

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৭, ২০ মে ২০২৫

আপডেট: ২২:০৬, ২০ মে ২০২৫

ফন্ট সাইজ
বজ্রাঘাতে প্রাণ গেলো ৩ কৃষকের, রক্ষা পেলো না ৩ গরুও

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় বজ্রপাতের ঘটনায় ৩ জন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (২০ মে) বিকালে সদর উপজেলার চরমোহনপুর, বহরমপুর ও বারোঘরিয়া এলাকায় বজ্রপাতে নিহতের এসব ঘটনা ঘটে। এ ঘটনায় মারা গেছে তিনটি গরুও। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বজ্রপাতে নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরমোহনপুর টিকরামপুর গ্রামের মেঘু মন্ডলের ছেলে খাইরুল ইসলাম (৪৫), রাণীহাটি ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের জালাল আলী (৩১) এবং সুন্দরপুর ইউনিয়নের নয়ালাভাঙ্গা গ্রামের বিশারত আলী বিশু হাজীর ছেলে তাসবুর আলী রিংকু (৪৮)।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকালে সদর উপজেলার চরমোহনপুর এলাকার মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে আহত হন খাইরুল ইসলাম। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে, একই দিন সন্ধ্যায় সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের বহরমপুর ও বারোঘরিয়া এলাকায় গরু নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান জালাল আলী ও তাসবুর আলী। এ সময় বজ্রপাতে তিনটি গরু মারা যায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন বলেন, বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2