• NEWS PORTAL

  • বুধবার, ২১ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রাঙ্গামাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩০ দোকান

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১২:২৭, ২১ মে ২০২৫

আপডেট: ১২:৪৭, ২১ মে ২০২৫

ফন্ট সাইজ
রাঙ্গামাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩০ দোকান

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় ৩০টি দোকান ভস্ম হয়েছে। বুধবার (২১ মে) রাত আনুমানিক ১টার দিকে আলমগীর নামের এক কাপড় ব্যবসায়ীর দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানান স্থানীয়রা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে। মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। উপজেলায় ফায়ার সার্ভিস ষ্টেশন না থাকায় স্থানীয় জনতা, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে মুদি, কাপড়, ওষুধ ও চায়ের দোকানসহ অন্তত ৩০টির বেশি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরেই উপজেলায় একটি ফায়ার স্টেশন স্থাপনের দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। ২০১৮ সালে ফায়ার স্টেশন নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হলেও সাত বছরেও কাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ও স্থানীয় জনসাধারণ। এ ঘটনায় দ্রুত ফায়ার স্টেশন নির্মাণের দাবি নতুন করে জোরালো হয়ে উঠেছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2