• NEWS PORTAL

  • বুধবার, ২১ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সিরাজদিখানে বাসা থেকে হাত-পা-মুখ বাঁধা বৃদ্ধের লাশ উদ্ধার 

প্রকাশিত: ১৬:৫৭, ২১ মে ২০২৫

ফন্ট সাইজ
সিরাজদিখানে বাসা থেকে হাত-পা-মুখ বাঁধা বৃদ্ধের লাশ উদ্ধার 

ফাইল ছবি

মুন্সীগঞ্জের সিরাজদিখানের নিজ বাসভবন থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় আমির হোসেন শেখ (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আমির হোসেন শেখ উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর আবির পাড়া গ্রামের মৃত কোরবান আলী শেখের ছেলে। 

বুধবার (২১ মে) সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে পুলিশ বৃদ্ধের বাড়ির দোতালার একটি ঘর থেকে মরদেহ উদ্ধার করে। 

নিহতের স্বজনরা জানান, নিহত আমির হোসেন শেখের চার মেয়ের মধ্যে একজন দেশের বাইরে থাকে। বাকি ৩ জন ঢাকায় বসবাস করেন। বৃদ্ধের স্ত্রী ঢাকায় মেয়েদের সঙ্গে থাকেন। নিহত আমির হোসেন শেখ এক সময় ময়মনসিংহে কাপড়ের ব্যবসা করতেন, বর্তমানে ব্যবসা ছেড়ে নিজ বাড়িতে একাই বসবাস করতেন।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে বৃদ্ধকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। তবে কি কারণে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানার চেষ্টা চলছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2