পবিত্র আশুরা উপলক্ষ্যে চট্টগ্রামে বের করা হয়েছে তাজিয়া মিছিল

পবিত্র আশুরা উপলক্ষ্যে কারবালার স্মরণে চট্টগ্রামে তাজিয়া মিছিল বের করেছে শিয়া মুসলমানরা।
রবিবার (৬ জুলাই) নগরীর সদরঘাট ইমামবাড়া থেকে শোক মিছিলটি বের হয়। মিছিলটি নগরীর নিউমার্কেট, জিপিও, কোতোয়ালী মোড়, আলকরণ ঘুরে ইমামবাড়ায় ফিরে আসে।
মিছিলে নেতৃত্ব দেন সদরঘাট ইমামবাড়ার পেশ ইমাম মাওলানা আমজাদ হোসেন। এতে চট্টগ্রামের শিয়া সম্প্রদায়ের নারী, পুরুষ অংশ নেন। তাদের পরনে ছিলো কালো পোশাক। শোক মিছিলে চট্টগ্রাম নগরের শিয়া সম্প্রদায়ের নারী, পুরুষসহ বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। মিছিলে শোকের প্রতীক হিসেবে কালো পতাকা, ব্যানার, পাঞ্জা, প্রদর্শন করা হয়। বুক চাপড়ে আহাজারি করে ইসলামি সংগীত ও কারবালা পুঁথি কন্ঠে তুলে কারবালা প্রান্তরে শহীদ হওয়া ব্যক্তিদের স্মরণে শোক প্রকাশ করা হয়।
বিভি/এআই
মন্তব্য করুন: