চট্টগ্রামের রাউজানের দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

ফাইল ছবি
চট্টগ্রামের রাউজানের কদলপুরে দিনে দুপুরে সেলিম নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার (৬ জুলাই) দুপুরে রাউজান উপজেলার ঈশানভট্টের হাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রবিবার দুপুর ১২টার দিকে মোটরসাইকেলযোগে স্ত্রী সন্তানসহ ফেরার পথে উপজেলার ঈশানভট্টের হাট এলাকায় এলে একটি সিএনজি অটোরিক্সার ভেতর থেকে দুই যুবক সেলিমকে লক্ষ্য করে গুলি করে। এতে মাথায় গুলিবিদ্ধ হয় সেলিম। পরে তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে কী কারণে এই হত্যা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। ঘটনা তদন্তে ও এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ধরতে তৎপরতা শুরু করেছে পুলিশ।
বিভি/এআই
মন্তব্য করুন: