• NEWS PORTAL

  • শনিবার, ১২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

টানা ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা

প্রকাশিত: ০৯:৫৪, ১০ জুলাই ২০২৫

আপডেট: ১০:২৮, ১০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
টানা ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা

ছবি: সংগৃহীত

টানা ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা দেখা দিয়েছে। ফেনীতে টানা বৃষবটি ও ত্রিপুরা থেকে আসা পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের অন্তত ২০টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত ৩৫টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। 

মঙ্গলবার (৮ জুলাই) বিকাল থেকে ভারী বর্ষণ শুরু হয় ফেনীতে। এক রাতের বৃষ্টির পাশাপাশি উজাইনের ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি হু হু করে বেড়ে যায়। ফুলগাজী ও পরশুরামের অন্তত ২০টি স্থানে বাঁধ ভেঙে গেলে ৩৫টিরও বেশি গ্রাম তলিয়ে যায়।  এতে হাজারো পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

পরিস্থিতির অবনতিতে ফুলগাজী ও পরশুরামের উচ্চ মাধ্যমিক পর্যায়ের অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করেছে উপজেলা প্রশাসন।

টানা বৃষ্টিতে খাগড়াছড়ির নদ-নদীর পানি বাড়ছে। বাড়ছে পাহাড় ধসের শঙ্কা।

এদিকে, নোয়াখালী জেলা শহরের বেশিরভাগ রাস্তাঘাট, বাসা-বাড়ি, দোকানপাট ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পানির নিচে। গ্রামীণ সড়ক ও বাড়িঘরেও পানি।

অন্যদিকে, টানা বৃষ্টিতে বরিশাল নগরীসহ আশপাশ এলাকার নিচু অঞ্চল পানিতে তলিয়ে গেছে। 

বিভি/এআই

মন্তব্য করুন: