শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকের গ্যাসের বিষক্রিয়ায় ৪ তরুণের মৃত্যু

ফাইল ছবি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল চা বাগানে সেপটিক ট্যাংকের গ্যাসের বিষক্রিয়ায় চার তরুণের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাাই) শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাতে শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের সীমান্তর্তী হরিণছড়া চা-বাগানে সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে বিষাক্ত ধোঁয়ায় চার চা শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে শ্রীমঙ্গল হাসপাতালে পাঠালে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
এরা হলেন- রানা নায়ক, শ্রাবণ নায়েক, কৃষ্ণ রবিদাস ও নিপেন ফুলমালি।
এ ঘটনায় রবি নামে একজনকে উন্নত চিকিৎসায় সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে।
বিভি/এআই
মন্তব্য করুন: