• NEWS PORTAL

  • শনিবার, ১২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

জুলাই আন্দোলন করেও ছাত্র হত্যা মামলার আসামি, পরিবারের সংবাদ সম্মেলন

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১১, ১০ জুলাই ২০২৫

আপডেট: ১৩:১১, ১০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
জুলাই আন্দোলন করেও ছাত্র হত্যা মামলার আসামি, পরিবারের সংবাদ সম্মেলন

২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলন করেও বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় জেল খাটছেন নরসিংদীর শাহ জালাল নামে এক যুবক। স্থানীয় ক্রোধের শিকার হয়ে উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জেল খাটছেন দাবি করে এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে নরসিংদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা। 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর বড় ভাই আমির হোসেন অভিযোগ করে বলেন, ৫ আগস্টের পর নরসিংদীর পাঁচদোনা এলাকায় বিএনপির মোসাদ্দেক গ্রুপ এবং লাল মিয়া গ্রুপের দ্বন্দ হয় বাস কাউন্টার দখল নিয়ে। এই দ্বন্দের জেরে বেশ কয়েকটি মামলা হয় মাধবদী থানায়। এসময়, মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে দিনমজুর শাহ জালালকে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় আসামি করে জেলে পাঠানো হয়। এই ঘটনায় স্থানীয় লাল মিয়া গ্রুপের পাশাপাশি পুলিশ প্রশাসনের কর্মকর্তারাও জড়িত বলে দাবি ভুক্তভোগীর পরিবারের। অতিদ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং মূল দোষীদের বিচার দাবী করা হয় সংবাদ সম্মেলনে।

এসময় ভুক্তভোগীর পিতা শুক্কুর আলীসহ পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে শাহ জালালের সাথে অংশ নেওয়া জুলাইযোদ্ধারা উপস্থিত ছিলেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: