চট্টগ্রামে স্ত্রীকে হত্যার পর স্বামী পলাতক

চট্টগ্রাম নগরীর বায়েজিদে ফাতেমা আক্তার নামে এক গৃহবধূর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী গাড়িচালক সুমন পলাতক। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত দেড়টার দিকে নগরীর বায়েজিদ থানার রৌফাবাদ এলাকায় পাহাড়িকা হাউজিংয়ের একটি বাসা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে ফাতেমা আক্তারকে প্রথমে জবাই করা হয়। পরে মরদেহ টুকরো করে ঘরের বিভিন্ন জায়গায় ফেলে রাখা হয়। মরদেহ উদ্ধারের সময় ফ্ল্যাটটির দরজা ভেতর থেকে বন্ধ ছিল। হত্যাকাণ্ডের পর নিহতের স্বামী সুমন পালিয়ে গেছে।
পুলিশ জানায়, প্রতিবেশীরা ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ও অস্বাভাবিক শব্দ পেয়ে পুলিশে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢোকে পুলিশ। তখন টুকরো অবস্থায় ফাতেমা আক্তারের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পলাতক স্বামীকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। নিহত ফাতেমা বেগমের বাড়ি কুমিল্লায়।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: