জুলাই অভ্যুত্থান স্মরণে জেলায় জেলায় প্রতীকী ম্যারাথন

বাগেরহাটে প্রতীকী মিনি ম্যারাথন।
২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণ করে এ বছর ১৮ জুলাই পালিত হচ্ছে অভ্যুত্থান দিবস। এ উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় আয়োজিত হয়েছে ব্যতিক্রমধর্মী মিনি ম্যারাথন। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া রাজধানীতে এই কর্মসূচি শুরু করেন।
মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ছয় কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথন সকাল ৭টায় পালড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে শেষ হয় মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে।
ম্যারাথনে ৩৮ জন পুরুষ ও ২ জন নারী অংশগ্রহণ করেন। পুরুষ বিভাগে প্রথম হন পলাশ শেখ, দ্বিতীয় শ্রীকৃষ্ণ হালদার, তৃতীয় আশিকুর রহমান, চতুর্থ আমির হামজা ও পঞ্চম মো. আরজু। নারী বিভাগে চ্যাম্পিয়ন হন লিজা আক্তার। দৌড় শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট ও পদক প্রদান করা হয়।
খাগড়াছড়ির চেঙ্গী স্কয়ার এলাকায় এ ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। প্রতিযোগিতায় শতাধিক দৌড়বিদ অংশ নেন। প্রায় ৫ কিমি. প্রতীকী ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় ৩ শতাধিক দৌড়বিদ। দৌড়ে প্রথম হয়েছেনছাত্র মাইকেল ত্রিপুরা, দ্বিতীয় সৌমেশ ত্রিপুরা এবং তৃতীয় মোঃ পারভেজ।
নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। পরে সেখান থেকে শুরু হওয়া এই প্রতীকী ম্যারাথন শহরের নওজোয়ান মাঠে গিয়ে শেষ হয়। বিভিন্ন বয়সের মানুষ মনের ভিতরে এক ধরণের জাগরণ নিয়ে স্বতঃস্ফূর্তভাবে এই প্রতীকী ম্যারাথনে অংশগ্রহণ করে এবং ম্যারাথনটি সুন্দরভাবে শেষ হয়।
বাগেরহাট দড়াটানা সেতু টোল প্লাজায় এই ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান। উদ্বোধন ঘোষণার সাথে সাথেই শুরু হয় দৌড়। ম্যারাথনে অংশগ্রহণকারীরা শহররক্ষা বাঁধ দিয়ে দৌড়ে শহীদ মিনারের সামনে দিয়ে স্বাধীনতা উদ্যানে আসেন। পরে প্রথম থেকে দশমস্থান অর্জনকারীদের মাঝে মেডেল ও পুরুস্কার বিতরণ করা হয়।
সাতক্ষীরায় শুক্রবার সকালে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ম্যারাথনটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে খুলনা রোড মোড় ও নারিকেলতলা মোড় হয়ে জেলা স্টেডিয়াম সংলগ্ন টেনিস গ্রাউন্ডে গিয়ে শেষ হয়। এরপর সেখানে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বিভি/এজেড
মন্তব্য করুন: