নির্মাণাধীন ভবনের ৯ তলা থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে তারা ভবনটির ৯তলা থেকে নিচে পড়ে যান।
নিহতরা হলেন- নোয়াখালী চরজব্বর এলাকার চরকালাক গ্রামের ফিরোজ গোয়ালের ছেলে মো: হাসান, নোয়াখালীর সুবর্ণচর গ্রামের সেলিমের ছেলে ফখরুল ইসলাম ও নোয়াখালীর চরজব্বর এলাকার চর নাঙ্গলিয়া গ্রামের আবুল কালামের ছেলে রাশেদ।
কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, তিন শ্রমিকের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। ঘটনাটি কিভাবে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
জানা গেছে, কোতোয়ালি থানাধীন রঙ্গম কনভেনশন হল ভবনটি ১১ তলার। নিহত ওই তিন শ্রমিক ৯ তলায় কাজ করছিলেন। হঠাৎ তিনজনই একসঙ্গে নিচে পড়ে যান। নিহত ওই তিন শ্রমিকের বাড়ি নোয়াখালীতে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: