• NEWS PORTAL

  • শনিবার, ১৯ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সুনামগঞ্জে পানিতে ডুবে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু

প্রকাশিত: ০০:৪৪, ১৯ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
সুনামগঞ্জে পানিতে ডুবে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু

প্রতীকী ছবি

সুনামগঞ্জে মা ও মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) জেলার মধ্যনগরে পানিতে ডুবে মা ও মেয়ে এবং নৌকা ডুবে এক বৃদ্ধা মারা গেছেন।

শুক্রবার (১৮ জুলাই) সকালে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের নওনাগর গ্রাম থেকে পানিতে ডুবে যাওয়া বিলকিস আক্তার (২৮) ও তার ২ বছরের মেয়ে বিথীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ঘিলাচৌকা গ্রামে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার  আলমপুর ও আশপাশ গ্রামে ভিক্ষা করতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ভিক্ষা শেষে বাড়ির উদ্দেশে রওনা হন বিলকিস। ধারণা করা হচ্ছে, ফেরার পথে নওনাগর গ্রামের পাশের একটি ডুবে যাওয়া রাস্তা পার হওয়ার সময় মা ও মেয়ে পানিতে তলিয়ে যান। শুক্রবার সকালে এক পথচারী ডুবন্ত রাস্তায় মা-মেয়ের মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে এলাকাবাসী মরদেহ দুটি উদ্ধার করে পুলিশে খবর দেন।

মধ্যনগর থানার ওসি মনিবুর রহমান বলেন, আমরা পথচারীদের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মা মেয়ের লাশ উদ্ধার করি। পানিতে ডুবে মারা যাওয়ায় তাদের আত্মীয় স্বজনদের কোনো অভিযোগ নেই ফলে তাদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে সুনামগঞ্জের মধ্যনগরে ২৫-৩০ জন যাত্রী নিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে শামছুন্নাহার (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মৃত বৃদ্ধা নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মৃত আজিজ মিয়ার স্ত্রী।

মধ্যনগর থানার ওসি জানান, শুক্রবার (১৮ জুলাই) সকালে স্বরস্বতীপুর থেকে ছাদযুক্ত একটি নৌকায় ২৫-৩০ জন যাত্রী নিয়ে মধ্যনগরের উদ্দেশ্যে রওনা হন। নৌকাটি পিপড়াকান্দা ব্রিজের নিচে পৌঁছালে প্রবল স্রোতে নৌকাটি হঠাৎ করে ডুবে যায়। এ সময় অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শামছুন্নাহারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্থানীয়রা তল্লাশি চালিয়ে নৌকার ছাদের ভেতর থেকে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনানুগ প্রক্রিয়া শেষে বৃদ্ধার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2