• NEWS PORTAL

  • শনিবার, ১৯ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বাংলাদেশের সীমানার ভেতর থেকে ৩ জনকে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রকাশিত: ২১:৫৩, ১৮ জুলাই ২০২৫

আপডেট: ০০:১৩, ১৯ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
বাংলাদেশের সীমানার ভেতর থেকে ৩ জনকে ধরে নিয়ে গেছে বিএসএফ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের হরিপুরে দেশের সীমানার ভেতন থেকে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) মধ্যরাতে এই ঘটনা ঘটে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন-সঞ্জরপুর গ্রামের আনু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৩), হরিপুর গ্রামের জালাল মিয়ার ছেলে মাসুক রহমান মন্টুরি (২০) এবং তৈয়ব আলী ডাগা মিয়ার ছেলে সিপার আহমদ (২২)।

আটকদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে ওই তিনজন সীমান্তবর্তী এলাকায় মাছ ধরছিলেন। তারা বাংলাদেশ সীমানার ভেতরে থাকলেও বিএসএফ সদস্যরা তাদের চোরাচালানের সন্দেহে ধরে নিয়ে যায়।

মাসুক রহমান মন্টুরির ভাই ময়নুল মিয়া বলেন, ‘আমার ভাই ও অন্য দুইজন বাংলাদেশ অংশেই মাছ ধরছিল। হঠাৎ করে বিএসএফ এসে তাদের ধরে নিয়ে যায়। আমরা সঙ্গে সঙ্গেই স্থানীয় বিজিবিকে বিষয়টি জানিয়েছি।’

শরীফপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হারুন মিয়া বলেন, ‘আমি শুনেছি তারা রাতে মাছ ধরছিল। পরে বিএসএফ তাদের ধরে নিয়ে গেছে।’

শুক্রবার (১৮ জুলাই) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক। তিনি বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে আমরা এমন খবর পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’

৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া গণমাধ্যমকে বলেন, ‘এ ধরনের ঘটনা শুনেছি। তবে আজ সারাদিন এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। পরিবারের কেউ আসেনি। ভারতের বিএসএফের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি।’
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2