• NEWS PORTAL

  • শনিবার, ১৯ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

গুলিসহ তিনটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ২

রংপুর ব্যুরো

প্রকাশিত: ০০:০৩, ১৯ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
গুলিসহ তিনটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ২

রংপুরে ১৫ রাউণ্ড গুলিসহ তিনটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে বরো বোরের একটি দোনলা ও দুটি একনলা বন্দুক, তিনটি ভূয়া লাইসেন্স ও পনেরো রাউণ্ড গুলি রয়েছে। তিনটি বেসরকারি ব্যাংকের সিকিউরিটি গার্ডের কাছ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে তিনটি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে দুইজনকে।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনে তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।

তিনি সাংবাদিকদের জানান, রংপুরের বিভিন্ন ব্যাংক-বীমা প্রতিষ্ঠানে নিরাপত্তা টহল বাড়াতে গিয়ে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর জাহাজ কোম্পানী মোড়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, বেতপট্টিতে ডাচ্ বাংলা ব্যাংক ও ওয়ালটন মোড় এলাকায় থাকা যমুনা ব্যাংকে অভিযান পরিচালনা করা হয়। পৃথক এ অভিযানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের নিরাপত্তারক্ষী শাহাদাত হোসেন (২৬) ও যমুনা ব্যাংকের নিরাপত্তারক্ষী জহুরুল হককে (২৭) আটক করা হয়। এ সময় ডাচ্ বাংলা ব্যাংকের নিরাপত্তারক্ষী মোশফেকুর রহমান অস্ত্র রেখে পালিয়ে যায়। তাদের কাছ থেকে ১৫ রাউণ্ড গুলিসহ লাইসেন্সবিহীন অবৈধ তিনটি বন্দুক ও ভুয়া লাইসেন্স উদ্ধার করা হয়।

তারা তিনজনই রংপুরের মিঠাপুকুর উপজেলার বাসিন্দা। তাদেরকে এলিট সিকিউরিটি ফোর্স এবং বিগ সিকিউরিটি এণ্ড লজিসটিকস্ সার্ভিস লিমিটেড থেকে ব্যাংকগুলোতে নিরাপত্তা রক্ষায় নিয়োগ করা হয়।

ওসি আতাউর আরও জানান, তিনজনের মধ্যে একজন পালিয়েছে। অস্ত্র উদ্ধারের এ ঘটনায় প্রত্যেকের অস্ত্র আইনে এসআই মাহফুজুর রহমান বাদী হয়ে পৃথক মামলা দায়ের করেছেন। আসামি দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক মোশফেকুর রহমানকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ধরণের অভিযান আগামীতে অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2