• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৫, ১ আগস্ট ২০২৫

আপডেট: ১৯:৩৬, ১ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

খাগড়াছড়ির দীঘিনালায় শুকনা ছড়া এলাকায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) দুপুরের দিকে উপজেলার কবাখালী ইউনিয়নের দীঘিনালা বাঘাইহাট সড়কের শুকনাছড়া এলাকায় বাগানের গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে নিহত হন এই যুবক। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত যুবকের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

দীঘিনালা আবাসিক বিদ্যুৎ প্রকৌশলীর সহকারী প্রকৌশলী উজ্জ্বল হোসেন, ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। তিনি জানান, যে এলাকায় বিদ্যুৎ সংযোগ রয়েছে সেসব এলাকায় গাছের ডাল কাটার পূর্বে আমাদেরকে জানালে আমরা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখি। 

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া জানান, বিদ্যুতায়িত হয়ে একজন মৃত্যবরণ করেছে বিষয়টি আমরা শুনেছি। এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ নিয়ে থানায় আসেনি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: