নাটোর সুগার মিলে ডাকাতি, ৯০ লাখ টাকার যন্ত্রাংশ লুট

নাটোর সুগার মিলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৯০ লাখ টাকা মূল্যের যন্ত্রাংশ লুট হয়েছে বলে জানিয়েছেন মিল কর্তৃপক্ষ।
নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান জানান, শনিবার রাতে ২০ থেকে ৩০ জনের ডাকাত দল পিছনের ফটক দিয়ে মিলের ভিতরে প্রবেশ করে। এসময় নিরাপত্তা নৈশপ্রহরীদের অস্ত্রের ভয় দেখিয়ে বয়লার হাউজের মধ্যে আটকে রাখে। পরে কারখানার তালা ভেঙ্গে মিল হাউজের গান মেটাল জার্নাল, বেয়ারিংসহ ওয়ার্কসপ হাউজের বিভিন্ন যন্ত্রাংশ লুট করে ডাকাতরা।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব রহমান জানান, সিসিটিভি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: