• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

৬ ঘণ্টা পর বাঘাইছড়ির সাথে খাগড়াছড়িসহ সারা দেশের সড়ক যোগাযোগ স্বাভাবিক

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২০, ৩ আগস্ট ২০২৫

আপডেট: ১৬:২১, ৩ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
৬ ঘণ্টা পর বাঘাইছড়ির সাথে খাগড়াছড়িসহ সারা দেশের সড়ক যোগাযোগ স্বাভাবিক

ভারী বর্ষণে পাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়ির সাথে খাগড়াছড়িসহ সারা দেশের যান চলাচল  স্বাভাবিক হয়েছে। পাহাড়ে ধসে যাওয়া মাটি সরিয়ে নেওয়ায় বন্ধ থাকার ছয় ঘণ্টা পর সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়।  এর আগে রবিবার সকাল থেকে পাহাড় ধসে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী  প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, ভারী বর্ষণে সড়কের বেশ কিছু জায়গায় পাহাড়ে মাটি ধসে পরেছে। চলতি মৌসুমে কয়েকবার এমন ঘটনা ঘটেছে। সড়ক বিভাগের কর্মীরা মাটি সরিয়ে নেওয়ায় দুপুর ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।  

স্থানীয়রা জানায়, গত রাত থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকায়  বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের ৯মাইল, ১০ মাইল ও ১৪ মাইল এলাকায় পাহাড়ের মাটি ধসে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ছোট বড় সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আকতার জানান, গত রাত ভারী বর্ষণ ছিলো। ভোরের দিকে পাহাড়ের মাটি ধসে সড়কের তিনটি স্থানে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়। সড়ক বিভাগের পাশাপাশি স্থানীয়রাও মাটি সরানোর কাজ শুর করে। দুপুর ১টা থেকে যানবাহন চলাচল করছে।

বিভি/এআই

মন্তব্য করুন: