• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নাশকতার মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেফতার ২

আকরাম হোসেন, মানিকগঞ্জ

প্রকাশিত: ১৫:৪৬, ৩ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
নাশকতার মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেফতার ২

বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও নাশকতা মামলায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহানারাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকালে তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।

এছাড়াও, একই দিনে উপজেলার কলিয়া ইউনিয়নের আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল রশিদ দেওয়ানকে গ্রেফতার করা হয়। দৌলতপুর থানার ওসি এম আর আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত জাহানারা আক্তার দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের মৃত সিদ্দিকুর আলীর মেয়ে। নাশকতার দায়ে গ্রেফতার করা হয়েছে তাকে।

দৌলতপুর থানার ওসি এম আর আল মামুন বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়েছে তাকে। জাহানারা আক্তারকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: