• NEWS PORTAL

  • শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রংপুরে হত্যা মামলায় আসামির ফাঁসির রায় দিলেন আদালত

রংপুর ব্যুরো

প্রকাশিত: ১৬:৪০, ৭ আগস্ট ২০২৫

আপডেট: ১৬:৪১, ৭ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
রংপুরে হত্যা মামলায় আসামির ফাঁসির রায় দিলেন আদালত

রংপুর নগরীর দক্ষিণ মুলাটোল এলাকার অবসরপ্রাপ্ত কর্মচারী আনজুমান বানু হত্যা মামলায় আসামি আরমান আলীকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান খান এই রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। কড়া পুলিশি পাহারায় তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ১৯ মে নগরীরর মুলাটোল এলাকার‌ বাসায় আন্জুমান বানুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। 
এই ঘটনায় নিহত আঞ্জুমান বানুর জামাই এনায়েত হোসেন মহন বাদি হয়ে মহানগর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্তকালে আসামি আরমানকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে আরমান হত্যাকাণ্ডের কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। দীর্ঘ পাঁচ বছর মামলা চলার পর ১২ জন স্বাক্ষীর স্বাক্ষ্য ও জেরা শেষে এ রায় প্রদান করেন আদালত। রায়ে মহানগর দায়রা জজ আদালতের পিপি আব্দুল হাদি বেলাল সন্তুষ্টি প্রকাশ করেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2