• NEWS PORTAL

  • শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রাজশাহীতে রেললাইনে ভাঙন, আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক 

প্রকাশিত: ১৪:৪৮, ৮ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
রাজশাহীতে রেললাইনে ভাঙন, আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক 

ছবি: সংগৃহীত

রাজশাহীর নন্দনগাছীতে রেললাইন ভেঙে যাওয়ায় সারাদেশের সাথে প্রায় আড়াই ঘণ্টা রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ ছিলো। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে নন্দনগাছীর বালুদিয়াড় মাদ্রাসা মোড় এলাকায় রেললাইনের পাত ভেঙে যাওয়ার ঘটনা ঘটে। পরে রাত সোয়া ১২টার দিকে মেরামত শেষে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, রাত পৌনে ১০টার দিকে রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি নন্দনগাছী অতিক্রম করে। এরপর স্থানীয়রা রেললাইনের ভাঙা অংশ দেখতে পান। পরে তারা দ্রুত রেল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। খবর পেয়ে রেলওয়ের কর্মীরা সেখানে গিয়ে মেরামত কাজ শুরু করেন।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, রেললাইনের একটি অংশ ভেঙে যাওয়ার খবর পেয়ে দ্রুত লাইন মেরামতের কাজ শুরু করি। প্রায় আড়াই ঘণ্টা পর সেটি শেষ হয় এবং ট্রেন চলাচল আবার শুরু হয়।

তিনি আরও বলেন, রেললাইন ভাঙা থাকায় ওই সময় রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস, খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ছিল। লাইন মেরামতের পর ধীরে ধীরে এসব ট্রেন গন্তব্যে ছেড়ে যায়।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2