সব সরকারকেই জুলাই শহীদদের কথা মনে রাখতে হবে: শিল্প উপদেষ্টা

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাই শহীদদের আত্মত্যাগের কারণেই বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, এক্ষেত্রে কোনো প্রশ্ন নেই। এই সরকারসহ আগামী সব সরকারকেই তাদের কথা মনে রাখতে হবে।
শুক্রবার (৮ আগস্ট) সকালে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশে জুলাই স্মৃতি উদ্যানে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
আদিলুর রহমান খান বলেন, জুলাই শহীদ ও আহতদের স্মরণেই চট্টগ্রামে জুলাই স্মৃতি স্তম্ভ স্থাপনের কাজ চলছে। মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি উপদেষ্টার মতামত নিয়ে এবং সমন্বয় করে দ্রুত স্মৃতি স্তম্ভ স্থাপনের কথাও জানান উপদেষ্টা।
সরকারের নানা পরিকল্পনার কথা উল্লেখ করে শিল্প উপদেষ্টা বলেন, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী অধিকাংশই শহীদ পরিবার সহায়তা পেয়েছে। পাশাপাশি সরকারি ভাতাও তারা পাচ্ছে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: