রাজবাড়ীতে অবৈধভাবে মাটি ও বালু কাটার দায়ে ৫ ড্রেজার ধ্বংস

রাজবাড়ীর গোয়ালন্দে অবৈধ মাটি ও বালু উত্তোলন বন্ধের অভিযানে ৫টি ড্রেজার ধ্বংস করা হয়েছে। তবে, ধরা পড়েনি ড্রেজার মালিক।
শুক্রবার (৮ আগস্ট) দৌলতদিয়া ইউনিয়নের মরা পদ্মায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাহিদুর রহমান। অভিযানে দৌলতদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ফকির পাড়ায় ২টি, একই ওয়ার্ডের গফুরের দোকান সংলগ্ন স্থানে ১টি, ৬নং ওয়ার্ডের সৈদালী পাড়ায় ১টি ও ৪নং ওয়ার্ডের সোনাউল্লাহ পাড়া প্রাইমারি স্কুলের সামনে ১টিসহ মোট ৫টি ড্রেজার ধ্বংস করা হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মরা পদ্মায় ৫টি ড্রেজার বিকল করে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জনস্বার্থে নিয়মিত গোয়ালন্দ উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: