• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নরসিংদীর শিল্পাঞ্চলে প্রায়ই অগ্নিকাণ্ড, নিঃস্ব হচ্ছেন ব্যবসায়ীরা!

লক্ষ্মণ বর্মণ

প্রকাশিত: ১৩:৪৫, ২৯ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ

নরসিংদীর শিল্পাঞ্চল মাধবদী ও বাবুরহাটে প্রায়ই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ। অপ্রশস্ত রাস্তা ও গলিসহ পর্যাপ্ত পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস। এতে নিঃস্ব ও ঋণগ্রস্ত হয়ে পড়ছেন ব্যবসায়ীরা। 

দেশীয় বস্ত্র চাহিদার প্রায় ৭০ শতাংশ উৎপাদন হয় নরসিংদী জেলায়। এরমধ্যে বেশিরভাগ বস্ত্র কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থান মাধবদী ও শেখেরচর-বাবুরহাটে। বছরের প্রায় সময়ই আগুন লাগার ঘটনা ঘটছে শিল্পশহর মাধবদী ও পাইকারী কাপড়ের বাজার শেখেরচর-বাবুরহাটে। এর বেশিরভাগ বৈদ্যুতিক শটসার্কিট থেকেই ঘটছে বলে জানা গেছে। ঘনবসতি হওয়ায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। তাৎক্ষণিকভাবে নিরুপায় হয়ে পড়েন ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিস যতদ্রুত সম্ভব ঘটনাস্থেলে পৌঁছালেও আগুন নেভাতে গিয়ে হিমশিম খেতে হয় তাদের। 
  
ভুক্তভোগী ব্যবসায়ীসহ স্থানীয়দের অভিযোগ, দেশের অন্যতম পাইকারী কাপড়ের বাজার শেখেরচর বাবুরহাট ও শিল্পশহর মাধবদীতে নেই পর্যাপ্ত পানির উৎস। এ ছাড়া, পৌর শহর ও বাজারের বেশিরভাগ গলি ও সড়ক অপ্রশস্ত হওয়ায় ঢুকতে পারে না ফায়ার সার্ভিসের গাড়ি। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় কোটি কোটি টাকার সম্পদ।

অবৈধ স্থাপনা উচ্ছেদ, সড়ক ও গলি প্রশস্তকরণ, পানির উৎস নিশ্চিত করা এবং আগুন নেভানোর যন্ত্র রাখাসহ প্রয়োজনীয় প্রশিক্ষণের দাবি ব্যবসায়ী নেতাদের। 

ফায়ার সার্ভিসের তথ্যমতে, জেলায় ২০২৪ সালে ৩৬০টি অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক ৭ কোটি ৭৩ লাখ ৯৮ হাজার টাকার সম্পদের ক্ষতি হয়, নিহত হয় একজন। এ ছাড়া চলতি বছরের আগস্ট পর্যন্ত  ২৬১টি অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতি হয়েছে ৭ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার টাকার সম্পদ।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2