• NEWS PORTAL

  • সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সোনারগাঁয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ২০:৪৯, ৩১ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
সোনারগাঁয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে খালের পানিতে ডুবে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার (৩১ আগস্ট) বিকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- চেঙ্গাকান্দি গ্রামের শাহ আলীর সাড়ে চার বছর বয়সী মেয়ে নুসাইবা আক্তার এবং সালাউদ্দিন মিয়ার পাঁচ বছর বয়সী ছেলে ইয়ামিন মিয়া। নিখোঁজের প্রায় দুই ঘণ্টা পর বাড়ির পাশের খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকালে বাড়ির উঠানে খেলা করছিল শিশু নুসাইবা ও ইয়ামিন। একপর্যায়ে পরিবারের অগোচরে তারা বাড়ির পাশের ঘাটে যায়। ধারণা করা হচ্ছে, খালে বাধা নৌকায় উঠতে গিয়ে পানিতে পড়ে তাদের মৃত্যু হয়।

পরে স্থানীয় এক নারী পানি আনতে গিয়ে ইয়ামিনের মরদেহ ভাসতে দেখে চিৎকার দেন। স্থানীয়রা এগিয়ে এসে খোঁজাখুঁজির পর খাল থেকে নুসাইবা ও ইয়ামিনের মরদেহ উদ্ধার করে।

চেঙ্গাকান্দি গ্রামের নুরজাহান বেগম জানান, ঘাটে পানি আনতে গিয়ে প্রথম ইয়ামিনের মরদেহ চোখে পড়ে। পরে স্থানীয়রা দুইজনকেই উদ্ধার করে। 

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি হৃদয় বিদারক। নিহত পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের দাফন সম্পন্ন হয়েছে।
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2