খাগড়াছড়িতে অর্ধগলিত মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির মানিকছড়িতে মো. জহির মিয়া (৭০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে উপজেলা সদরের সিএন্ডবি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৬-৭ বছর ধরে জহির মিয়া ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে মান-অভিমান চলছিল। অভিমানের এক পর্যায়ে গত কয়েক বছর যাবৎ উপজেলা সদরের সওজ এর এলাকার একটি পুকুরপাড়ে ছোট্ট ঝুপড়ি ঘরে একাই বসবাস করতেন তিনি। আজ (মঙ্গলবার) দুপুরের স্থানীয়রা ঝোপের মধ্যে তার মরদেহ দেখতে পায়। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। সে উপজেলা সদরের হাজিপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়ারা আরও জানান, তার স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রয়েছে। তাদের মধ্যে দুই ছেলে প্রবাসী, এক ছেলে চট্টগ্রাম শহরে কাজ করেন ও ছোট ছেলে বাড়িতে থাকেন এবং মেয়ের বিয়ে হয়েছে। তিনি অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে গেলেও পরিবারের সদস্যরা বহুবার তাকে বাড়িতে ফেরাতে চেয়েছেন। কিন্তু তিনি বাড়িতে ফেরেননি। অথচ প্লাস্টিকের বোতল কুড়িয়ে বিক্রি করেই তিনি চলতেন। একাই থাকতেন পুকুর পাড়ের ঝুপড়িতে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার এসআই মো. সাদ্দাম জানান, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
বিভি/এসজি
মন্তব্য করুন: