মেয়াদোত্তীর্ণ মোটরযান বন্ধে অভিযান, ৪ মামলায় জরিমানা আদায়

সাতক্ষীরার সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সড়ক দুর্ঘটনা হ্রাস করার লক্ষে মেয়াদোত্তীর্ণ বাস-মিনিবাস, ট্রাক-কাভার্ডভ্যানসহ সকল প্রকার মোটরযান চলাচল বন্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে।
জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যৌথভাবে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা শহরের অদূরে লাবসায় এলাকার লস্কর ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সড়ক পরিবহন আইন-২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগে চারটি মামলার বিপরীতে ১ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্টের এ অভিযানের আওতায় ২০ বছরের পুরাতন বাস-মিনিবাস এবং ২৫ বছরের পুরাতন ট্রাক-কভার্ডভ্যানের চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাভিল হোসেন শামীম। এসময় তার সঙ্গে ছিলেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী মোটরযান পরিদর্শক মোঃ ওবায়দুর রহমান। তাদেরকে সহযোগিতা করে আনসার ব্যাটালিয়ন সদস্যরা।
বিআরটিএ’র সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে.এম মাহবুব কবির জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে এই অভিযান অব্যাহত থাকবে। বিআরটিএ সদর কার্যালয়ের চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ এবং খুলনা বিভাগীয় পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমানের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হচ্ছে।
তিনি আরও জানান, পুরাতন যানবাহনের চলাচল নিষিদ্ধ করার মাধ্যমে সড়ক দুর্ঘটনা হ্রাস পাবে। এছাড়া পরিবেশ দূষণ কমানো এবং সাধারণ মানুষের যাত্রা নিরাপদ করার লক্ষ্যেও এই অভিযান কার্যকরী ভূমিকা পালন করবে। এ অভিযানের ফলে যানবাহন মালিক ও চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সড়কে দুর্ঘটনা হ্রাস পাবে বলেও তিনি জানান।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: