• NEWS PORTAL

  • বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

শিবপুরে স্কুল ভবনের ছাদের পলেস্তার খসে পড়ে ছাত্র-শিক্ষক আহত

প্রকাশিত: ১৮:২৮, ২ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
শিবপুরে স্কুল ভবনের ছাদের পলেস্তার খসে পড়ে ছাত্র-শিক্ষক আহত

নরসিংদীর শিবপুর উপজেলার শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান মোহরপাড়া উচ্চ বিদ্যালয়-এর জরাজীর্ণ ভবনের ছাদের পলেস্তার খসে পড়ে এক শিক্ষক ও এক শিক্ষার্থী আহত হয়েছেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর (সোমবার) নবম শ্রেণির গণিত ক্লাস চলাকালে শিক্ষক মিজানুর রহমান (২৮) ছাদের পলেস্তার খসে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মাথায় ৬টি সেলাই দিতে হয়। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে বাড়িতে বিশ্রামে আছেন।

পরদিন ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সপ্তম শ্রেণির ক্লাস চলাকালে শিক্ষার্থী মিদুল (১৪) একইভাবে আহত হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা যায়, ২০০৫ সালে নরসিংদী জেলা পরিষদের অর্থায়নে বিদ্যালয়ের বর্তমান ভবনটি নির্মাণ করা হয়। তবে প্রায় এক বছর ধরে ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ছাদ ও দেয়ালের প্লাস্টার খসে পড়ছে, বেরিয়ে আসছে মরচে ধরা লোহার রড। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় শিক্ষক-শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি মাথায় নিয়েই পাঠদান চালিয়ে যেতে হচ্ছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসাইন মো. মোস্তফা জানান, দীর্ঘদিন ধরে ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থা চললেও কোনো সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়নি।

প্রধান শিক্ষক মিয়া জাহাঙ্গীর কবির বলেন, অতিরিক্ত শ্রেণিকক্ষের অভাবে ঝুঁকিপূর্ণ ভবনেই পাঠদান করতে হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং অভিভাবকেরাও নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় আছেন।

বিদ্যালয়ের অভিভাবক সদস্য মারুফ বলেন, বর্তমানে স্কুলটিতে প্রায় ৬০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। ভবনের দুরবস্থার কারণে সবাই আতঙ্কে আছেন। বড় ধরনের দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে।

এ বিষয়ে শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, বিদ্যালয়ের নতুন ভবনের বিষয়ে আমার জানা নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন বলেন, আপনার মাধ্যমে জানতে পারলাম শিক্ষক-শিক্ষার্থী আহত হয়েছেন। নতুন ভবনের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2