• NEWS PORTAL

  • বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নীলফামারীর উত্তরা ইপিজেডের সামনে সংঘর্ষে একজন নিহত

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৩, ২ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
নীলফামারীর উত্তরা ইপিজেডের সামনে সংঘর্ষে একজন নিহত

নীলফামারীর উত্তরা ইপিজেডের সামনে সেনাবাহিনী ও পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সেইসাথে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ছয়জন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোরে উত্তরা ইপিজেডের সামনে ওই ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান হাবিব নীলফামারী সদর থানার সংরশি ইউনিয়নের কাজিরহাট গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, নীলফামারী ইপিজেডে অবস্থিত এভারগ্রিন পরচুলা তৈরির কারখানায় গত কয়েকদিন ধরে বিভিন্ন দাবি নিয়ে শ্রমিকরা আন্দোলন করে আসছিলেন। দাবি পূরণ না করেই এভারগ্রিন কর্তৃপক্ষ সোমবার রাতে কারখানা বন্ধ করে দিলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা বাড়ে। পরে আজ সকাল থেকেই শ্রমিকরা একত্রিত হয়ে উত্তরা ইপিজেডের সামনে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে তারা ইপিজেডে ঢুকতে গেলে সেনাবাহিনী শ্রমিকদের সরিয়ে দিতে চাইলে তারা সেনাবাহিনীর গাড়িতে হামলা চালায়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় সেনাবাহিনী। এতে গুলিবিদ্ধ ছয়জনকে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক গুলিবিদ্ধ হাবিবকে মৃত ঘোষণা করেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন সেনা সদস্যরা।

 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2