• NEWS PORTAL

  • বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সুন্দরবনের গভীর অভয়ারণ্যে অবৈধভাবে মাছ শিকার, ৮ জেলে আটক

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৫, ২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৭:০৬, ২ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সুন্দরবনের গভীর অভয়ারণ্যে অবৈধভাবে মাছ শিকার, ৮ জেলে আটক

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গভীর অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে আট জেলেকে আটক করেছে বন বিভাগ।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নটাবেকী অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়। এরপর আজ মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। আটক বনজীবীরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী গ্রামের বাসিন্দা।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ‌ফজলুল হক জানান, দীর্ঘ ৩ মাস বন্ধ থাকার পর গতকাল ১ সেপ্টেম্বর সোমবার থেকে সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

তবে, আটক বনজীবীরা দু’দিন আগেই অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে নিষিদ্ধ ঘোষিত নটাবেকী অভয়ারণ্য এলাকায় মাছ শিকারকালে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন প্রজাতির ৩০ কেজি মাছ জব্দ করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2