• NEWS PORTAL

  • সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো স্বামী-স্ত্রীর  

রাজবাড়ী প্রতিনিধি  

প্রকাশিত: ১১:২২, ৫ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো স্বামী-স্ত্রীর  

রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী শ্রাবণী ভাদুরী (২১) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তার স্বামী সঞ্জয় মণ্ডলকে (২৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে সেও মৃত্যুবরণ করেন।  

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সরকারি গোয়ালন্দ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে দৌলতদিয়া ঘাট হয়ে মধুখালিতে বাড়িতে ফেরার পথে তারা দুর্ঘটনার কবলে পড়েন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে , সঞ্জয় মণ্ডল ফরিদপুরের মধুখালি উপজেলার জান নগর গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন। দৌলতদিয়া ঘাট পাড় হয়ে গোয়ালন্দ ওয়াজেদ আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে ছিটকে পড়েন। এসময় অজ্ঞাত কোন একটি যানবাহন তাদের টেনে ২০ ফুট দূরে নিয়ে যায়। এতে ঘটনাস্থলে শ্রাবণী ভাদুরীর মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় জনগন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সঞ্জয় মন্ডলকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে রেফার করেন।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কৌশিক কুমার দাস জানান, মাথায় প্রচুর রক্তক্ষরণের কারণে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান, নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে এবং মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে রয়েছে। অজ্ঞাত গাড়িটি শনাক্তে তদন্ত চলছে।

নিহত সঞ্জয় মন্ডলের শ্যালক অপূর্ব ভাদুড়ী বলেন, ঘটনাস্থলেই তার বোনের মৃত্যু হয়। আহত তার ভগ্নিপতিকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ থেকে ঢাকা নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

বিভি/এসজি

মন্তব্য করুন: