চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সাড়ে ৩ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার
ভ্যান চালক আটক

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকার কানসাট দিয়ে ব্যাটারি চালিত ভ্যানে করে ভারতীয় মাদক গাঁজা পরিবহনের সময় এক ভ্যান চালক যুবককে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র সদস্যরা।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে পরিচালিত এক অভিযানে ওই যুবককে আটক করে বিজিবি। অভিযানে গাঁজা উদ্ধারসহ ভ্যান গাড়িটি জব্দ করা হয়। দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।
আটক চোরাকারবারী ভ্যান চালক জেলার শিবগঞ্জ উপজেলার ভবানীপুর এলাকার উমরপুর গ্রামের সেতাবুর রহমানের ছেলে মিজানুর রহমান (২৫)।
অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনস্থ জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল মঙ্গলবার ভোর সোয়া ৬টায় সীমান্ত পিলার ১৮৪/২-এস হতে ৬ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে কানসাট এলাকার একটি ব্রীজের উপর অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারী মিজানকে ভ্যাটারী চালিত ১টি ভ্যান ও ৩ কেজি ৭ শত ভারতীয় গাঁজাসহ আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মিজান দোষ স্বীকার করলে গাঁজা ও ভ্যানের বিষয়ে মামলা করে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিভি/এআই
মন্তব্য করুন: