• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

ঘাঘট নদীতে ভাসছিলো শিক্ষিকার মরদেহ

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪০, ১৬ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ঘাঘট নদীতে ভাসছিলো শিক্ষিকার মরদেহ

গাইবান্ধায় ঘাঘট নদী থেকে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার মরদেহ ভাসমান উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তার মরদেহটি উদ্ধার করে সদর থানা পুলিশ। ওই শিক্ষিকা হলেন- এন এইচ মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তাসমিন আরা নাজ মাহমুদা।

জানা যায়, গাইবান্ধার পূর্ব কোমরনই মিয়া পাড়ায় ঘাঘট নদী থেকে এই প্রাইমারি শিক্ষিকা মাহমুদার ভাসমান মরদেহ দুপুর ১১ টার দিকে দেখতে পায় স্থানীয়রা। প্রায় আড়াই ঘণ্টা মরদেহটি ভাসমান অবস্থায় ছিল। স্থানীয়রা মরদেহটি দেখলে পুলিশকে ফোন দেন। এরপর সদর থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয়রা জানান, দুপুর বেলা নদীতে গোসল করতে এসে লাশটি দেখতে পেয়ে আমরা পুলিশকে খবর দেই। পরে পুলিশ লাশ নিয়ে যায়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, এটি হত্যা না কি আত্মহত্যা তা তদন্ত করে বের করা হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: