দীর্ঘ ৯ বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন

ছবি: সংগৃহীত
৯ বছর পর অনুষ্ঠিত হচ্ছে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে সম্মেলন আয়োজনস্থল জেলা সদরের পুরাতন স্টেডিয়ামে জড়ো হতে শুরু করেছেনন বিএনপির নেতাকর্মীরা।
জেলার ১৩টি উপজেলা ও ৮টি পৌরসভা মিলিয়ে জেলা বিএনপির মোট ২১টি ইউনিটের ২০৯০ জন কাউন্সিলর এবারের সম্মেলনে নেতৃত্ব বাছাই করবেন।
এছাড়া প্রায় ৭০ থেকে ৮০ হাজার নেতাকর্মী সম্মেলন উপস্থিত থাকতে পারেন। এ বছরের সম্মেলনে সভাপতি পদে দুজন, সাধারণ সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর আগে ২০১৬ সালের ২২ নভেম্বর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো।
বিভি/এআই
মন্তব্য করুন: