• NEWS PORTAL

  • সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ইউপিডিএফের হামলায় ১২ জন সেনা সদস্য আহত

প্রকাশিত: ১৮:৩৩, ২৮ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ইউপিডিএফের হামলায় ১২ জন সেনা সদস্য আহত

খাগড়াছড়ির গুইমারায় ইউপিডিএফ-এর হামলায় ১২ সেনা সদস্য আহত হয়েছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে ইউপিডিএফ প্রসীত গ্রুপের নেতৃত্বে কোন কর্মসূচি ছাড়া গুইমারার বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে।

পরে খবর পেয়ে সকাল সাড়ে ১০ টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। পরে ইউপিডিএফ-এর হামলায় আহত হন ১২ সেনা সদস্য।

এদিকে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য চলছে ১৪৪ ধারা। সেখানকার পরিস্থিতি থমথমে। শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে সেনাবাহিনী ও পুলিশ।

এছাড়াও, জেলা সদরে মোতায়েন রয়েছে সাত প্লাটুন বিজিবি। বিভিন্ন পয়েন্টে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পথচারীদের।

এদিকে, গতরাতে সেনা নিরাপত্তায় সাজেকে আটকা পড়া দুই হাজারের বেশি পর্যটককে পৌঁছে দেওয়া হয়েছে গন্তব্যে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: