• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

হিন্দু সম্প্রদায়কে নির্বিঘ্নে পূজা উদযাপনের আহ্বান রিজিয়ন কমান্ডারের

খাগড়াছড়ি প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:০৩, ১ অক্টোবর ২০২৫

আপডেট: ১৬:০৩, ১ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
হিন্দু সম্প্রদায়কে নির্বিঘ্নে পূজা উদযাপনের আহ্বান রিজিয়ন কমান্ডারের

খাগড়াছড়ি জেলা সদরের শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ২০৩ পদাতিক রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জনাব হাসান মাহমুদ। বুধবার (১ অক্টোবর) সকাল থেকে তিনি পূজা মণ্ডপ ঘুরে দেখেন ও উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। 

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল খাদেমুল ইসলাম ও খাগড়াছড়ি রিজিয়নের জিটু আই মেজর কাজী মোস্তফা আরেফিন।

এ সময় শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল দেব, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক মজুমদার, মন্দির পূজা কমিটির সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক জুয়েল দে ও স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী লোকজন।
পরিদর্শনকালে ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ মন্দির পূজা কমিটির নিকট উপহার সামগ্রী তুলে দেন। তিনি হিন্দু সম্প্রদায়কে নির্বিঘ্নে পূজা উদযাপনের আহ্বান জানিয়ে বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। শারদীয় দূর্গোৎসব যাতে আনন্দ ও উৎসবের পালন করতে পারে তার জন্য নিরাপত্তা বাহিনী সক্রিয় রয়েছে। পূজা উৎসব সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে সহায়ক।
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2