সাতক্ষীরা সীমান্ত দিয়ে আরও ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

ছবি: সংগৃহীত
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে দিয়ে ভারতে আটক হওয়া ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ। এরপর বুধবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে তাদের সাতক্ষীরা থানায় হন্তান্তর করে বিজিবি।
জানা গেছে, হস্তান্তর হওয়া ১৫ বাংলাদেশি খুলনা জেলার কয়রা ও ডুমুরিয়া এলাকার বাসিন্দা।
বিজিবি জানায়, বুধবার সন্ধ্যায় বিএসএফের আমুদিয়া কোম্পানী কমান্ডার বিকাশ কুমার ও বিজিবির তলুইগাছা বিওপির কমান্ডার আবুল কাশেমের মধ্যে পতাকা বৈঠক হয়। এরপর ১৫ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করে বিএসএফ।
সাতক্ষীরা থানার (ওসি) শামিনুল হক গণমাধ্যমকে জানান, পরিচয় যাচাই-বাছাই করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিভি/এআই
মন্তব্য করুন: