গভীর নিম্নচাপের প্রভাবে চট্টগ্রামে ৬১ মিলিমিটার বৃষ্টিপাত

ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপের প্রভাবে চট্টগ্রামে হালকা থেকে মাঝারী বৃষ্টিপাত হচ্ছে। পূজার বন্ধের কারণে নগরীতে যানবাহন এবং লোকজনের চলাচল কম। তার উপর বৃষ্টির কারণে আরো কমে গেছে কোলাহল।
গভীর নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আকাশ অন্ধকার হয়ে ধুম বৃষ্টি নামে চট্টগ্রামে। আধ ঘণ্টার মধ্যে তা আবার থেমে যায়। এরপর থেকে মেঘলা আকাশ। থেমে থেমে হালকা বৃষ্টিপাত হচ্ছে। বন্ধের কারণে এমনিতে লোকজন ও যানবাহন চলাচল কম। বৃষ্টির কারণে আরো কমে যায় কোলাহল। হঠাৎ বৃষ্টিপাতের কারণে ছাতা নিয়ে বের না হওয়া অনেকে দূর্ভোগে পড়েন।
বেলা ১২টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ৬১ দশমিক এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। দিনভর বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও বলছে তারা।
বিভি/এআই
মন্তব্য করুন: