খাগড়াছড়িতে সহিংসতা, এক হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে পুলিশের পৃথক ৩ মামলা

খাগড়াছড়ি সদর ও গুইমারায় ১৪৪ ধারা ভঙ্গ করে সহিংসতা, নিরাপত্তা বাহিনীর উপর হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যার ঘটনায় প্রায় এক হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে পৃথক তিনটি মামলা করেছে পুলিশ। পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন। হত্যাকাণ্ডের শিকার ও ক্ষতিগ্রস্তরা মামলার বাদী না হওয়ায় বাধ্য হয়ে পুলিশ বাদী মামলাগুলো দায়ের করেছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় প্রশাসন ১৪৪ ধারা প্রত্যাহারের চিন্তা-ভাবনা করছে বলেও জানান তিনি।
তিনি জানান, গত ২৭ সেপ্টেম্বর সদরে ১৪৪ ধারা ভঙ্গ করে সরকারি কাজে বাধা প্রদান করে সহিংসতার ঘটনায় অজ্ঞাতনামা আনুমানিক ৭০০/৮০০ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলা নং-১, তারিখ ০১/১০/২০২৫ খ্রি।
অপর দিকে গত ২ সেপ্টেম্বর জেলার গুইমারা ১৪৪ ধারা ভঙ্গ করে ঘটানো সহিংসতায় ৩ জন নিহত হওয়ার ঘটনায় ও একই দিন সরকারি কাজে বাধা দান, সরকারি কর্মচারীদের আহত করা, ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। গুইমারার দুটি মামলায় অজ্ঞাতনামা ২৫০/৩০০ জনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, স্কুল ছাত্রী ধর্ষনের ঘটনার প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে আন্দোলন ও সহিংসতায় জেলার গুইমারা তিন পাহাড়ি নিহতসহ জেলায় অন্তত অর্ধশতাধিক পাহাড়ি বাঙালি আহত হয়েছে। এর মধ্যে একজন মেজরসহ সেনাবাহিনীর ১৬ সদস্য ও ওসিসহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছে। এছাড়াও খাগড়াছড়ি জেলা সদরে সেনাবাহিনীর গাড়ী ও অ্যাম্বুলেন্সে হামলা হয়। জেলা সদরের স্বনির্ভর, মহাজন পাড়ায় ও গুইমারায় প্রায় অর্ধশতাধিক দোকানপাটে হামলা,ভাংচুর ও বাড়ী-ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মহাজন পাড়ায় প্রকাশ্যে গুলি বর্ষনের ঘটনা ঘটে। কিন্তু গঠিত মেডিকেল বোর্ডের রিপোর্টে ছাত্রীর শরীরে ধর্ষনের কোনো আলামত পাওয়া যায়নি।
বিভি/এসজি
মন্তব্য করুন: