• NEWS PORTAL

  • শনিবার, ১১ অক্টোবর ২০২৫

গোয়ালন্দে নিষিদ্ধ সময়ে ইলিশ শিকারের দায়ে ৯ জেলের দণ্ড

প্রকাশিত: ১৮:৩৭, ৮ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
গোয়ালন্দে নিষিদ্ধ সময়ে ইলিশ শিকারের দায়ে ৯ জেলের দণ্ড

মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ শিকারের দায়ে ৯ জেলেকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (৭ অক্টোবর) মধ্যরাত থেকে দৌলতদিয়া নৌ পুলিশ ও কোস্টগার্ড এর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। এসময় পদ্মা নদীর কলাবাগান এলাকা থেকে ৬ হাজার মিটার কারেন্ট জাল ও আনুমানিক ১০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। পরে ইলিশ স্থানীয় দৌলতদিয়া খানকা শরীফের এতিমখানায় বিতরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। এরই ধারাবাহিকতায় ৯ জেলেকে আটক করে তাদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন মতে ২টি নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালত প্রেরণ করা হয়েছে। সেই সাথে উদ্ধাকৃত জালগুলো আলামত হিসেবে রাখা হয়েছে। তিনি আরও বলেন, সরকার ঘোষিত নিষেধাজ্ঞাকালীন সময়ে তাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2