খাগড়াছড়িতে পরিত্যক্ত অবস্থায় হ্যান্ড টিয়ার গ্রেনেড উদ্বার

খাগড়াছড়ি সদরের মধুপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হ্যান্ড টিয়ার গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে মধুপুর বাজার সংলগ্ন এলাকায় ঝোপের মধ্য থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সদর থানার একটি দল ঝোপের মধ্যে পড়া থাকা অবস্থায় একটি বিস্ফোরক সাদৃশ্য বস্তু দেখতে পায়। পরে এটি উদ্ধার করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, উদ্ধারকৃত বিস্ফোরকটি হ্যান্ড টিয়ার গ্রেনেড। এটি কোন সংস্থার বা কারা বহন করেছে তা জানতে তদন্ত চলছে।
বিভি/এআই
মন্তব্য করুন: