• NEWS PORTAL

  • শনিবার, ১১ অক্টোবর ২০২৫

নাটোরে মাদক মামলায় হাসিনার যাবজ্জীবন

প্রকাশিত: ২৩:০৮, ৮ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
নাটোরে মাদক মামলায় হাসিনার যাবজ্জীবন

নাটোরের লালপুরে হেরোইন সংরক্ষণ ও বহনের অভিযোগে মোছা. হাসিনা বেগম নামে একজনের যাবজ্জীবন ও হেলাল উদ্দিন নামে একজনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।  

বুধবার (৮ অক্টোবর) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালতের বিচারক মোঃ রেজাউল করিম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলো লালপুর উপজেলার মোহরকয়া গ্রামের শওকত থান্দারের স্ত্রী মোছা. হাসিনা বেগম ও একই গ্রামের নাহিদ উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন। 

নাটোর জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২০২০ সালের ১৫ জুন লালপুর উপজেলার মোহরকয়া পূর্ব পাড়া গ্রামের হাসিনা বেগমের বাড়ীতে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে সেখানে মাদকদ্রব্য হেরোইন বিক্রয়কালে মোছা. হাসিনা বেগম এবং হেলাল উদ্দিনকে ৩০ গ্রাম হেরোইন এবং হেরোইন বিক্রির নগদ টাকাসহ তাদের আটক  করে পুলিশ।

পরে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। দীর্ঘ পাঁচ বছর মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে  আজ আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন আদালতের বিচারক মো. রেজাউল করিম অভিযুক্ত মোছাঃ হাসিনা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায় আরও এক বছর কারাদণ্ড প্রদান করেন। অপর অভিযুক্ত হেলাল উদ্দিনকে ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায় আরও এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2