• NEWS PORTAL

  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

খাগড়াছড়ি রিজিয়নের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী

‘পাহাড়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতে কাজ করছে খাগড়াছড়ি ২০৩ ব্রিগেড’

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৮, ১১ অক্টোবর ২০২৫

আপডেট: ১৯:৫২, ১১ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
‘পাহাড়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতে কাজ করছে খাগড়াছড়ি ২০৩ ব্রিগেড’

খাগড়াছড়ি ২০৩ ব্রিগেড ও  সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, পার্বত্য চট্টগ্রামে আভিযানিক পথ পরিক্রমায় ৪৮ বছর ধরে ২০৩ পদাতিক ব্রিগেডের অনেক সদস্য আত্মত্যাগ করে এ অঞ্চলে বিদ্যমান সংকট উত্তরণসহ শান্তি,-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতে পেশাদারীত্বের সাথে কাজ করে যাচ্ছেন। এ অঞ্চলে সেনাবাহিনী মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি আত্ম-সামাজিক অবস্থার উন্নয়নে সকল অংশীজনদের নিয়ে কাজ করছে জানিয়ে তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান। 

তিনি শনিবার (১১ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি সেনা রিজিয়নের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি সেনানিবাসে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পাবর্ত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় জীবন উৎসর্গকারী সেনা,বিজিবি,পুলিশ ও আনসারসসহ সকল নিরাপত্তা বাহিনীর সদস্যদের। যাদের  আত্ম ত্যাগের বিনিময়ে পাহাড়ে সূচিত হয়েছে সম্প্রীতির মিলবন্ধন ও আত্ম-সামাজিক উন্নয়নের যাত্রা। 

ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, সময়ের পরিক্রময়া খাগড়াছড়ি রিজিয়নের সেনা সদস্যরা এ অঞ্চলের স্থিতিশীলতা ও সার্বভৌমত্বের অখণ্ডতা বজায় রাখতে অভিধানিক  ও আর্থ-সামাজিক উন্য়নে দায়িত্ব পালন করে যাচ্ছে। পাশাপাশি খাগড়াছড়ি সেনা রিজিয়নের সেনা সদস্য মানবিক,জাতীয় দুর্যোগে সকলের পাশে থাকি। 

এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা,  খাগড়াছড়ির মং সার্কেল চীফ সাচিংপ্রু, বিভিন্ন গোয়েন্দা সংস্থার জেলা প্রধান, বিজিবি,খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন সকল জোন, স্থানীয় প্রশাসন, পুলিশও আনসার,সাংবাদিকসহ নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।


 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2