• NEWS PORTAL

  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

রাজবাড়ীতে অবৈধভাব ইলিশ ধরায় ১৪ জেলের কারাদণ্ড

নিলামে বিক্রি ২ নৌকা

প্রকাশিত: ১৮:২২, ১১ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
রাজবাড়ীতে অবৈধভাব ইলিশ ধরায় ১৪ জেলের কারাদণ্ড

রাজবাড়ীতে পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ভাবে ইলিশ শিকার করায় গত ২৪ ঘণ্টায় ১৪ জন জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ১ লাখ মিটার জাল ও ২৯ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এছাড়া জব্দ হওয়া দুইটি নৌকা নিলামে বিক্রি করে ৬১ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

জেলা মৎস্য অধিদফতর জানায়, শুক্রবার (১০ অক্টোবর) বেলা ৩টা থেকে শনিবার (১১ অক্টোবর) বেলা ৩টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে জেলা মৎস্য অধিদফতর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এসব জেলে আটক হয়। 

অভিযানে চারটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

জেলা মৎস্য অধিদফতর আরও জানায়, নিষেধাজ্ঞা শুরুর পর থেকে (৪ অক্টোবর) এখন পর্যন্ত রাজবাড়ীতে ৬১টি অভিযান পরিচালিত হয়েছে। এ সময় ১৫টি মোবাইল কোর্টের মাধ্যমে ৪১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ৩ লাখ ৯২ হাজার মিটার জাল, ৮৫ কেজি ইলিশ মাছ জব্দ ও তিনটি নৌকা বিক্রিতে ৯৭ হাজার টাকা আদায় করা হয়েছে।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, ‘ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধে আমরা দিন-রাত কাজ করছি। জেলেদের সচেতন করার পাশাপাশি আইনের কঠোর প্রয়োগও অব্যাহত থাকবে।’

অভিযানে জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2