সিইপিজেডে আগুন, ফায়ারের ১৬ ইউনিটের সঙ্গে যুক্ত হলো নৌবাহিনীও

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) একটি কারখানায় আগুন লেগেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা আড়াইটার দিকে ইপিজেডের অ্যাডামস ক্যাপ নামে একটি কারখানায় আগুনের ঘটনা ঘটে। কারখানাটিতে হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি তৈরি করা হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাদের সাথে আধুনিক যন্ত্রপাতি নিয়ে যোগ দিয়েছে বাংলাদেশ নোবাহিনীও।
এদিকে, কারখানাটিতে কত শ্রমিক ছিলেন, কেউ আটকা পড়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: