চমেক হাসপাতালের এসি বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গত সোমবার এসি বিস্ফোরণে দগ্ধ পিডিবির আউটসোর্সিং টেকনিশিয়ান মিশকাত মারা গেছেন। এ নিয়ে এ দুর্ঘটনায় দুইজন প্রাণ হারালেন। শুক্রবার (১৭ অক্টোবর) চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিশকাত।
এর আগে গত সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সপ্তম তলায় এসি মেরামতের কাজ করার সময় এসি বিষ্ফোরণে পিডিবির তিন টেকনিশিয়ান গুরুতর দগ্ধ হয। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেদিনই চিকিৎসাধীন অবস্থায় মারা যান শওকত নামে একজন টেকনেশিয়ান। দগ্ধ অপরজনের অবস্থা এখনও সংকটাপন্ন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: