• NEWS PORTAL

  • শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

মোংলায় খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৬, ১৭ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
মোংলায় খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার

বাগেরহাটের মোংলায় খাল থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে পৌর শাহজালাল পাড়া (মনপুরা) ব্রীজ সংলগ্ন খাল থেকে কন্যাশিশুর মরদেহটি উদ্ধার করে মোংলা থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে মনপুরা খালে নবজাতকের মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা মোংলা থানায় খবর দেয়। পুলিশ গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে। পরিচয় নিশ্চিত হওয়ার জন্য পুলিশ ওই এলাকায় অনুসন্ধান চালাচ্ছে।

স্থানীয় রফিকুল ইসলাম বলেন, সকালে খালের মধ্যে নবজাকতের লাশ ভাসতে দেখে আমি ৯৯৯ ফোন দিয়ে জানাই। পরে পুলিশ এলে খাল থেকে মরদেহটি তুলে তাদের কাছে দিয়েছি। এমন নিষ্ঠুর কাজ যারা করেছে, আমি তাদের বিচার দাবি করছি।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, শাহজালাল পাড়া (মনপুরা) এলাকার খালে এক নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য বাগেরহাট হাসপাতালের মর্গে পাঠানো হবে। মরদেহের পরিচয় জানতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2