সিইপি প্যাসিফিক গ্রুপের ৮ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

শ্রমিক বিক্ষোভের পর চট্টগ্রাম ইপিজেডের প্যাসিফিক গ্রুপের ৮টি কারখানা অনির্দিষ্টাকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে মালিকপক্ষ থেকে কারখানা বন্ধের ঘোষণা আসে। কাজ বন্ধ রাখা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- প্যাসিফিক জিন্স-১, প্যাসিফিক জিন্স-২, প্যাসিফিক অ্যাটায়ারস, প্যাসিফিক অ্যাক্সেসরিজ, প্যাসিফিক ওয়ারকওয়্যারস, ইউনিভারসেল জিন্স, এইচটি ফ্যাশন, জিন্স ২০০০।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রমিক বিক্ষোভের পর রাতে মালিক পক্ষ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে যা শনিবার থেকে কার্যকর হবে।
এর আগে বৃহস্পতিবার সকাল থেকে ইপিজেডের বিভিন্ন সেক্টরে প্যাসিফিক গ্রুপের বিভিন্ন কারখানার সামনে বিক্ষোভ করে শ্রমিকরা। এসময় কারখানার কর্মকর্তাদের মারধর করা হয় বলে অভিযোগ উঠে।
জানা গেছে, ২০২৪ সালের জানুয়ারি মাসে ইপিজেডের ভেতরে শিল্প পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। সে ঘটনায় পুলিশ বাদী হয়ে ইপিজেড থানায় একটি মামলা করে। মামলায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। মামলাটি বর্তমানে শিল্প পুলিশ তদন্ত করছে।
এদিকে, মামলার তথ্য-সংগ্রহ নিয়ে শ্রমিকদের এক পক্ষের অসন্তোষ রয়েছে। শ্রমিকদের দাবি, তাদের নামে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। পুলিশের মামলা থেকে অব্যাহতির দাবিতে এক পক্ষ কর্মবিরতি পালন করছিল। তবে, আরেক পক্ষ কাজে যোগদান করতে চাওয়ায় কর্মবিরতিতে যাওয়া শ্রমিকরা তাদের বাধা দেন। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ অবস্থায় কাজের পরিবেশ না থাকায় কারখানাগুলো সাময়িক বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: