লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ পুরাতন বিওসি এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) ভোর রাতে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, কাপ্তাই রাস্তার মাথা থেকে আবু বক্কর তার দোকানের কর্মচারী সোলেককে নিয়ে মোটরসাইকেল করে দুলাহাজারা শশুর বাড়িতে যাওয়ার পথে লোহাগাড়ার পুরাতন বিওসি এলাকায় বাসচাপায় দু'জনই নিহত হন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: