• NEWS PORTAL

  • রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

৮ জেলে আটক, ১০ লাখ বর্গমিটার জাল ও ২৫ কেজি ইলিশ জব্দ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১১:১০, ১৯ অক্টোবর ২০২৫

আপডেট: ১১:১০, ১৯ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
৮ জেলে আটক, ১০ লাখ বর্গমিটার জাল ও ২৫ কেজি ইলিশ জব্দ

মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে রাজবাড়ীর নৌ-পুলিশসহ গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে দৌলতদিয়া যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে ১০ লাখ বর্গমিটার অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল, ৮ জেলে আটক এবং ২৫ কেজি ইলিশ জব্দ করেছে প্রশাসন।

১৮ অক্টোবর রাত ৩ টা থেকে সকাল সাড়ে ৮ পর্যন্ত রাজবাড়ী জেলার দৌলতদিয়া নৌ-পুলিশসহ কোস্টগার্ড, যৌথ বাহিনী, মৎস্য কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো, আসাদুজ্জামান এর উপস্থিতিতে গোয়ালন্দঘাট থানাধীন পদ্মা নদীতে যৌথ অভিযান পরিচালনা করেন। এতে ১০ লাখ বর্গমিটার অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল, ২৫ কেজি মা ইলিশ জব্দসহ ৮ (আট) জেলেকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলো- দৌলতদিয়ার নাসির মোল্লা (২৫), হাবি মন্ডল (৩৭), রাজবাড়ীর আলাউদ্দিন সরদার (৪০), মো: মাজেদ শেখ (৪৬), পাবনা জেলার আলাই মন্ডল (৩০), মোহন মন্ডল (১৯), মানিকগঞ্জের হাবি ফকির (৫০) ও কাইয়ুম ফকির (২২)।

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, অভিযানে আটককৃত ৮ (আট) জেলের মধ্যে দুইজন শিশু হওয়ায় তাদের প্রকৃত অভিভাবকের জিম্মায় দিয়ে দেওয়া হয়। আর, প্রায় ১০ লাখ বর্গমিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ কৃত ২৫ কেজি ইলিশ মাছ এতিমখানা ও গরীবদের মাঝে বিতরণ করা হয়। ৮ জন আসামিদের প্রত্যেককে ৭ দিন করে সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2