নিজ বাড়িতেই মিললো ভ্যানচালকের মরদেহ, অভিযোগ হত্যার

কুষ্টিয়া ইবি থানাধীন শান্তিডাঙ্গা গ্রামে নিজ বাড়ি থেকে মোশারফ হোসেন মুসা (৫৫) নামে এক ভ্যানচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, শনিবার রাতের কোন এক সময় পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্রের আঘাতে তাকে কুপিয়ে হত্যা করেছে।
রবিবার (১৯ অক্টোবর) সকালে সংবাদ পেয়ে কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের শান্তিডাঙ্গা গ্রাম থেকে নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
নিহত ভ্যানচালক মোশারফ হোসেন স্থানীয় বাসিন্দা মৃত আকবর মন্ডলের ছেলে। তিনি প্রতিদিনের ন্যায় শনিবার রাতেও নিজ বসতরের বারান্দায় ঘুমিয়েছিলেন বলে দাবি পরিবারের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে ঘুমন্তাবস্থায় পূর্ব পরিকল্পিতভাবে দুর্বৃত্তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ভোররাতে পরিবারের লোকজন বাইরে বের হলে মুসার রক্তাক্ত লাশ দেখতে পায়। নিহত ব্যক্তির বুকে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে ঘটনার কারণ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভিন্নমত রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ভ্যান চুরি করতে এসে মুসাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।
নিহতের কন্যা শিখা খাতুনের অভিযোগ, ভ্যান চুরির জন্য আমার বাবাকে কখনও এমন নির্মমভাবে হত্যা করতে পারে না। পূর্বশত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়েছে। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, নিহত ব্যক্তির বুকে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ভ্যান চুরির জন্য এধরনের হত্যাকাণ্ড না-ও হতে পারে। ভ্যানটি যেহেতু চুরি যায়নি সেকারণে এই হত্যাকাণ্ডের আরও অন্য কোনো কারণ থাকতে পারে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ। যারাই এই হত্যাকাণ্ডে জড়িত থাক, তাদের গ্রেফতার করে আদালতে সৌপর্দ করা হবে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: